মৃন্ময় ৮৩ -
এইচ বি রিতা
Published on: অক্টোবর 28, 2019
শোন, বলছি তোমায় কানে কানে
যে চুল ভিজিয়েছি সমুদ্র জলে
দিগন্ত যেখানে মাথা নুইয়ে চলে
চোরাবালিতে ডুবে গেলে হঠাৎ
বাউন্ডুলে তুমি; সাঁতার জানোনা
কি ভয়ানক কথা
ডুবে মরার প্রত্যয়ে আগুন দিলে জ্বেলে;
মৃন্ময়, শুনতে পাচ্ছো?
এখানে হিম কূয়াশা বারো মাস
নক্ষত্রের দেখা নেই, অচেনা শব্দ কোষাগারে
পাথর-নদী-সমূদ্র জলে
বুড়ো ব্যাঙ্গাচী কানামাছি খেলে
কত শত বিবর্ণ পাতা বুক পেতে শুয়ে
বোকা তুমি, শুনতে পাওনা কানে
অন্ধকারে আঁরশোলার দৌড়ঝাপ ;
ও মৃন্ময়, ঘুমিয়ে পরেছো?
গাঢ় অন্ধকার সীমানা পেড়োলে
শুয়ে পড়ি পূর্ণিমা-তিতি বুকে ধরে
এখানে হেমন্ত নেই, স্বচ্ছলতা নেই
তুমুল বৃষ্টি নেই, রৌদ্দুর নেই
পাগল তুমি কিচ্ছু বোঝনা
শুভশাঁখের ধ্বনি খুঁজনা
মধ্যরাতে ঘুম ভাঙ্গিয়ে কড়া নেড়ে ডাকো;
মৃন্ময়ী, বাড়ী আছো?

Add to favorites
2,392 views