মৃন্ময়-৬১ -
এইচ বি রিতা
Published on: জানুয়ারী 8, 2015
মৃন্ময় শুনতে কি পাও…….
ভালবাসার কারাবন্ধন হতে আজ তোমায় দিলেম ছুটি!
উড়ে যাও জলজ আত্মা হয়ে
নতুবা বাষ্পীভুত অনুভুতি হয়ে।
মনের উঠোনে জমা একরাশ কাঁদামাটি
লেগে থাকুক আমার ললাটময়
ভালবাসা আজ নিষ্প্রয়োজন
ভালবাসা আজ বেদনাময়!
নিরর্থক অশ্রুবিলাপে স্বপ্ন তলিয়ে যাক,
শীতল বিছানা জুড়ে মন খারাপের রাত নামুক
ব্যবধান বাড়ুক আজ প্রাপ্তি আর বিশ্বাসে;
ভালবাসা আজ ছেঁড়া পাতার অনর্থক ছাপাক্ষর, যেখানে;
শূন্যতা পুরণে মায়ার বাসর উড়ে যায়!
মৃন্ময়, শুনতে কি পাও…..
চোখের জলে বিরহী আত্মা ডুবে যায়!

Add to favorites
1,319 views