মৃন্ময়-৬২ -
এইচ বি রিতা
Published on: জানুয়ারী 21, 2015
সীমাহীন আঁধারের কোল ঘেসে বিষাদের নৃত্যনাট্য
বেহিসেবী ভালবাসায় অস্থিমজ্জ্বায় তোমার অদৃশ্য উপস্থিতি,
টের পাই বেহুদা স্পন্দন; বুকের জমিনে তোমার অবাধ বিচরন
তোমাকে শরীরে রেখে ঘুমুতে পারিনা!
তোমার জন্য,
হয়তো একদিন অন্ধকারে চিৎকার করে করে মরে যাবো।
এক, দুই কিংবা তারও বেশী জনম
জাগিয়ে রাখো আমায়; অলিক তন্দ্রা ভেঙ্গে
তারপর জ্বলে যাও বুকের মধ্যে।
তবু কাউকে বলিনি অরণ্যের কথা;তুমুল বর্ষনে ফাটলের কথা
বিস্মরণে আমার আত্নার সমাধীর কথা!
একদিন বলে দেব তোমাকে,অনাধিকার প্রবেশে হ্নদয় গহীনে
তোমার জন্য,
হয়তো একদিন অন্ধকারে চিৎকার করে করে মরে যাবো।

Add to favorites
1,089 views