মৃন্ময়- ৬৬ -
এইচ বি রিতা
Published on: অক্টোবর 20, 2016
গোপন অভিসারে; হৃদয় ক্ষত করে
জিঘাংসার অস্থির চোরাস্রোতে মৃন্ময় একদিন
নাভিমূলে পুঁতে দিয়েছিল এক অদৃশ্য প্রেম!
সেই থেকে আর জীবিত থাকা হয়নি
উপবাসী মনে অনুতাপ ছুড়ে মধ্যরাতে হেঁটে গিয়েছি মৃত্যু উপত্যকায়!
দেখেছি বুকের ফুটো দিয়ে হু হু করে বাতাস ঢুকে পরে গভীরে
দেখেছি বুকের ঠিক বাম পাশে বিশাল নীলনদ!
হতাশার দুর্বোধ্য খেলায় ডুবে যেতে যেতে দেখি,
জলজ সংসারে কাঙ্গালের মত বুকের ভেতর
রূঢ় বাস্তবতার চাষাবাদ।
অতঃপর মনে পড়ে দাদীমা বলতেন,
হৃদয়ে জলপ্রপাতের কলকল ধ্বনিতে
বুকের গহীনে ভাঙ্গনের যে শব্দ, ওটাই যাতনা!
মনে পরে,
একদিন এইখানটাতে মৃন্ময় ছিল
আমার ভেতর কি যে পেল!
জলতৃষ্ণায় অনাহারে; হাটু গেড়ে বসেছিল!

Add to favorites
1,716 views