মৃন্ময়-৬৯ -
এইচ বি রিতা
Published on: ডিসেম্বর 25, 2016
আঁধারের সাথে হুরুহুরি করে ব্যবধান বাড়ে রাতের
বয়স বাড়ছে বৃক্ষটি ভুলে যায়
নানান ছুতোয় সেও কাঁদে বিরামহীন নিঃসঙ্গতায়
ভ্রান্তিকে ঘিরে মেঘ জটলা বাঁধে মধ্যাকাশে,
এদিক ওদিক কষ্ট পালক উড়ে যায় সামাহীন
বাতাসের কানে বাতাস চুপিচুপি বলে যায়;
মৃন্ময়কে আজ খুঁজে পাইনা কোথাও।
সবুজ ছেড়ে উড়ে যায় ঘাসফড়িং আচমকা
বিবস্ত্র আকাশে নিরাশ্রয় চোখ খুঁজে মরে মায়ার বাসর
উৎকন্ঠা তরতর করে বেয়ে উঠে গ্রীবায়; অতঃপর
খালি পায়ে স্মৃতিগুলো হেঁটে যায় ধূসর সময়ের মুখে!
তোমাকে খুঁজে খুঁজে দিকভ্রান্ত মনে
স্পর্শকাতর ভালবাসা আবারো চিৎকার করে কেঁদে উঠে।
মৃন্ময়,
মধ্যরাতে কান পেতে শুনি বুকের ভিতর জলপতনের শব্দ!
হুট করে অভিশাপ লাগে মনে
শেষ রাতের অযৌক্তিক কাব্যের পূনরালোচনায়
বেহুদা তোমায় খুঁজে চলেছি!
অনুতাপে সবুজ মিশে যায় হলুদের বুকে
রোদের তাপমাত্রা বেড়ে যায়; শূন্যতার কোলে মমতা ঘুমিয়ে পরে
মৃন্ময় আমার,
এমন যাতনাময় ভালবাসা কেন দিয়েছিলে!