মৃন্ময় ৭৭ -
এইচ বি রিতা
Published on: অক্টোবর 3, 2017
ভালবাসা নিয়ে কত কি করেছো
কত বিবাদ-বিরহ বিচ্ছেদ শেষে হ্নদয়ে ক্ষত
কত হল কাটা-ছেঁড়া, ফ্যাকাশে ভোর
এখন অনুভবের দৃষ্টিসীমায় ডাহুক ডেকে যায়
নগরীর পান্থ নিবাসে সিগারেটের পোড়া ছাই, অযত্নে
এখন অনুভুতিতে হ্নদয়ে রক্ত ঝড়েনা
শিরিষের ডাল ছুঁয়ে বিবাগী পাখী
সঙ্গহীন; তবু সহচর খুঁজেনা।
চক্রাকারে ঘুরতে ঘুরতে
অকস্মাৎ তুমি এসে বসো পাশে
নিমন্ত্রন করিনি, কিভাবে এলে
এলেই যখন মাদুর পেতে কুশলাদী বিনিময় সেরে
হাত ছুঁতেই তুমি তাকালে,
বললে, কেমন আছো?
“ভাল আছি”
তোমার চোখে বিড়াল পায়ে অন্ধকার নেমে এলো
বললে, মনে পড়ে না আমায়?
ভুলার বৃথা চেষ্টা করলে তো মনে পড়ে
মানুষ কি কখনো ভুলা যায়?
দিনের পর রাত আসে
নগরীর কোলাহল থেমে যায়
জ্বানালা খুলতেই,
টুংটাং চায়ের কাপে শব্দ ভেসে আসে
মরণ কাকু হাকে,
কি রে ফটিক, রোজগার কত হল?
থেমে থেমে এক কথা বলে যায় আঁট বছরের ফটিক
তিনশো বারো ট্যাকা মামু!
যে ছেলেটি এখনো চায়ের কাপে দেখে দু’মুঠো ভাত
সেও একদিন ভালবাসবে, বিবাদে ঝড়াবে
হাত কাটবে, রক্ত ঝড়াবে
তারপর সময়ের সাথে বিচ্ছেদ শেষে
আবারো কারো প্রেমে পড়বে।
ট্রেইনে চড়ে জীবন দৌড়ায় এক স্টেশন ছেড়ে অন্য স্টেশনে
তড়িঘড়ি যাত্রী নেমে পড়ে গন্তব্যে
পথিমধ্যে চোখাচোখি-কথোপকথন
বাতাম বিক্রেতা ছেলেটি মুচকি হাসে,
“স্যার, এক্কেবারে বালু ভাজা বাদাম! নেন না দশ ট্যাকার”
হুইসেল বাজিয়ে ট্রেইন দৌড়ে যায় সন্মূখে
কে মনে রাখে যাত্রাপথে চিবুকের তিল-বাঁকা হাসি
বাদাম ভাজার সাথে বাড়তি উপকরণ লবন-মরিচ
একগাদা আঁধার নিয়ে;
রাতের সাথে মিলিয়ে যায় যাত্রীবাহী ট্রেইন।
জলের স্রোত কেবল আপন গতির সংঘাতেই ধ্বনি জাগায়
কুড়ি-বালি-ঢেউ উপকরণ মাত্র
আড়ালে লুকায়িত রহস্য; আসলে সবই ধারার চান্চল্য।
প্রাণস্রোতের বেগে তুমিও ভালবাসলে
খুশীর কল্লোলে হ্নদয় আন্দোলিত করলে
উপেক্ষা করার সাধ্য ছিল কি?
কে পারে? মানুষ তো!
বহুদিন ভেবেছি চলে যাই, শেষ রাতের ট্রেইন ধরে
গন্তব্যহীন, শুধু যেতেই থাকি; আবার ফিরে আসি
জ্বানালার বাহিরে খোলা আকাশ যদি মিলে যায়
ট্রেইনের শিকল টেনে নেমে পড়ি সবুজ অরণ্যে
তারপর খুঁজে নেই জীবনশিকল
আহ! কত কি ভাবনা আসে বেকার মগজে
জীবনের শিকল তিনি কোন বগিতে যে দিলেন
খুঁজে পেতাম যদি, টেনে দিতাম পুরোটা
ঝটকায় থেমে যেত এক জীবন; নেমে পরতাম তড়িৎ
ততক্ষনে,
আঁধার কাটিয়ে রৌদ্দুর পৌছে যেত আরেক জীবনে।
মৃন্ময়, দূর্ভাগ্যক্রমে আজ মনে হয়
তুমি বৃষ্টিতে ভিজে যাও, শুকাবার রোদটুকু আমি দখলে রাখি।

Add to favorites
1,441 views