মেঘলা আকাশ ॥ এসপিএস শুভ -
Sps Shuvo
Published on: এপ্রিল 19, 2019
আকাশ হয়ে গেলো কালো
শুরু হলো রিমঝিম বৃষ্টি।
আকাশ পানে অপলক দৃষ্টি,
আহ! কি দারূণ বৃষ্টি।
মনের মাঝে সুর বের হচ্ছে
মেঘল আকাশে মেঘ উড়ে বেড়াচ্ছে।
ভালোবাসি আমি মেঘলা আকাশ
বৃষ্টির ঝর্ণা রোদ্দুর উল্লাস।
একমুঠো চিলতে দুঃখ কান্না!
মেঘলা আকাশে বৃষ্টির ঝর্ণা,
মেঘ তুমি আজ দুরপ্রান্তে পালাও
মেঘ তুমি যে উড়ে বেড়াও।
মেঘে মেঘে তুমি বজ্র গঠাও,
মেঘ তুমি আজ বৃষ্টি নামাও!
মেঘলা আকাশ সবার প্রিয়
বৃষ্টি নামা স্মৃতি বুকে নিও।
এ জীবনে আজ একটাই চাওয়া
রোদেলা আকাশে রোদ্দুর পাওয়া।

Add to favorites
4,679 views