মেয়ে -
Tondra Tabassum
Published on: অক্টোবর 17, 2017
মেয়ে,
আজ তোমার একটি স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে
ভেবনা কাল কোনটাই পূর্ণ হবেনা!
অপূর্ণতায় পূর্ণতা আনে
পূর্ণ বস্তুর পূর্ণ হওয়ার কোন তাড়া নেই।
মেয়ে,
নিজেকে ভেঙ্গোনা, জানতো, দূর্বলতা সবলের বিরুধী?
নিজের ইচ্ছেগুলোকে বাঁচতে দাও,
স্বপ্নগুলোকে নতুন করে সাজাও, বার বার সাজাও;
ঠিক যেমনটি শিশু প্রথমবার চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে, আবার উঠে দাঁড়ায়!
সৌরমন্ডলের একমাত্র আলোর উৎস সূর্য
সূর্যেরও অক্ষমতা আছে, অপূর্ণতা আছে! জানো কি?
সূর্য চাইলেও সমগ্র বিশ্বকে একসাথে আলোকিত করতে পারে না!
আমরা মানুষ! কি সাধ্য বলো নিয়ম অতিক্রম করি?
মেয়ে,
শোন বলি! তুমি দূর্বল নও! তুমি অবলা নও!
তোমার নিজস্ব আলো আছে
আছে ধরনী কাঁপিয়ে দেয়ার মত শক্তি!
তুমি নিজ গুণে আবর্তিত হও,
পড়ে যাওয়া কালের দাবী, ভয় নেই
ত্রিশুলা দেবী হয়ে অধিকার ছিনিয়ে নাও;
অপূর্ণতা থেকেই পূর্ণতার শুরু
তুমি চাইলেই পারো পৃথিবীর সকল অপূর্ণতাকে পূর্ণতায় রূপ দিতে।

Add to favorites
1,160 views