মে দিবসের হিসাব -
Nilufa Begum
Published on: মে 3, 2018
উন্নয়ন সুঁচকের ক্রম বর্ধমান উন্নতির জোয়ারে
গণতন্ত্রায়নের বাতাসে ভর দিয়ে
রাস্তার পাশের সস্তা হোটেলে
শিশু শ্রমিকের ঘামে ভিজে যায়
সদ্য পাওয়া নতুন জামাটি তার।
ভিক্ষুক মুক্ত ফুটপাতে
রাতের আলো আঁধারিতে চলে
দেহ ব্যবসার দর দাম।
শ্রমিকের কঠোর পরিশ্রমে
গড়ে উঠে সুউচ্চ ইমারত
হয় কি ঠাঁই তার মোজাইক বাঁধানো সিঁড়ির এক কোনে?
নিজের ঘর তার যায় ভেসে
আষাঢ় মাসের অবিরাম বৃষ্টিতে।
গৃহকর্ত্রী কর্তৃক নির্যাতিত গৃহকর্মী
গরম খুন্তির ছ্যাঁকা খেয়ে
হাসপাতালের বিছানায় কাতরায়
মধ্যযুগীয় বর্বরতাককে হার মানায়।
মে দিবসের হিসাব বুঝি এভাবেই পরিশোধীত হয়।
১লা মে, ২০১৮।

Add to favorites
543 views