মোহ পাপী -
আলী আহম্মেদ
Published on: আগস্ট 21, 2016
একটা নষ্ট দেহের সংস্পর্শে যখন আমিও নষ্ট হয়ে যাই
তখন আমি পাপী বটে;
আমার স্বীকার করতে দ্বিধা নেই আমিও আজ কলুষিত।
নষ্ট হয়েও আজ সাধু বেশে ছেঁড়ে দিতে হয় সাধের জগৎ,
অথচ আমি জানি আমি এ পথের পথিক হতে চাইতাম না;
কিভাবে যে হৃদয় নেশখোর হয়ে গেল, দিক ভ্রান্ত মন ভেবে কূল পাইনা।
প্রত্যেকেই চায় সত্যের পথেই শেষ হোক জীবন,
নিজে কলুষিত না হোক, আর কেউ না জড়াক এভাবেই
তবু কেউ কেউ অজান্তে চলে আসে দৃশ্যমান পথ ছেঁড়ে অদৃশ্যের আহ্বানে।
অথচ অনেকের ভালর খাতায় নির্দ্বিধায় আমার নামটি লিখে দিবে উপরের দিকে;
অথচ কেউ হয়তো কোন দিন জানবেওনা,
আমিও পাপীষ্ট হয়ে গেলাম না চাইতেও মিথ্যে মোহের মায়ায়।
19 August 2016

Add to favorites
1,614 views