যখন তুমি ছিলে -
এইচ বি রিতা
Published on: ফেব্রুয়ারী 25, 2016
যখন তুমি ছিলে,
হেসে খুন হওয়ার কারন ছিল,
অকারন খুনসুটি, অকারন কাটাকাটি
ঘরে ফেরার তাড়া ছিল, কিছু একটা মোহ ছিল।
অকারন ফুটপাত,রাস্তার ধারে কেনাকাটা
ভর দুপুরে অসহ্য গরম
অনর্থক বাক্যালাপে মাইল খানেক হাটা,
সব কিছুই কেমন মনোহর ছিল!
যখন তুমি ছিলে,
সময়ের পাল্লায় মাপকাঠি ছিল
শুরুতেই শেষ, শেষ হওয়ার পর ও রেশ ছিল
আঁধার শেষে আলো ছিল,
বেঁচে থাকার উপকরন ছিল।
ভ্যাঁপসা গরমে বাসের ভিরে
তোমার ভাবনায় সন্মোহন ছিল,
নিটোল প্রেমে তৃষ্ণা ছিল, সুখ ছিল, দুঃখ ছিল
থেকে যাওয়ার অদ্ভুত একটা কারন ছিল!
যখন তুমি ছিলে,
আকাশ ভরা শুভ্রতা ছিল, ঝাঁকে ঝাঁকে বালিহাঁস
ডুব সাঁতারে পানকৌড়ি ছিল!
নদীর জলে দুপুর রোদ,হৃদয় মাঝে একটু বোধ
অদম্য সাহস ছিল, হিংস্র হওয়ার লিপ্সা ছিল!
যখন তুমি ছিলে,
অপার সৌন্দর্য্যবেশে মধ্য নিশিতে নীল ছিল
পৃথিবীর বুকে সবুজের আবরণ, বালির বুকে জোৎস্না ছিল
শিরীষের ডালে দ্বিজ মূখরিত,মেঘের আসরে উল্লাস
তিতাসের জলে ফাল্গুনী রাত;
আরশীতে গোপন অভিসারে বাঁলিহাস নেচেছিল!
আজ তুমি নেই,
প্রখর রৌদ্র চিৎকারে তাই শব্দেরা সরে যায়;
এখন কেবল বিরহী অনলে চিত্ত জ্বলে নিশিদিন!

Add to favorites
1,985 views