যদি বলি -
পেন্সিলে আকা পরী
Published on: জুন 30, 2017
যদি বলি ভালোবাসি,
তবে জেনে রেখো ভালোইবাসি আমি তোমাকে।
বৃষ্টির প্রতিক্ষারত চাতকিনীর থেকেও ঢের বেশি প্রতিক্ষায় থাকি তোমার প্রিয়তম!
জেনে রেখো,
তোমার ঘরের দক্ষিণ জানালার গ্রিলের ফাঁকে উঁকি দেয়া মাধবীলতা অথবা একটু দুরের পুকুর পাড়ের কদম ফুলের ঘ্রানের মতো মাতোয়ারা থাকে আমার দিনমান তোমার উদভ্রান্ত চাহনীতে তীরবিদ্ধ হয়ে।
যদি বলি প্রয়োজন তোমাকে;
তবে বুঝে নিও এক সমুদ্র জলরাশি কন্ঠস্থ করেও মেটেনা যে পিপাসা!
সেই অসহ্য তীব্র পিপাসার্ত আমার আত্মা শুধু তোমারই জন্য।
মেঘের ওপরে মেঘের কারসাজীতে খেলাঘর বাধে যে আকাশ!
সেও জানে কি বিশাল বিস্তৃতি রয়েছে আমার ভূবনে তোমার এঁকে যাওয়া আলপনার কারুকাজে।
সেই কবে একটা দু’পয়সার আলতা এনে দিয়েছিলে তুমি আমায় মেলা থেকে,
তারপর এই বছর ক’তকে প্রতিনিয়ত রাঙ্গিয়েছি আমার পায়ের আঙ্গুলগুলো;
শুধু তোমার হৃদয়ে রঙ্গীন আঁচর কাঁটবো বলে!
শোনো মশাই,
যদি কোনোদিন আহ্বানের হাত বাড়িয়ে বলার সাহস দেখাই তোমাকে,”এসো”
তবে ভেবে নিও সমস্ত জাগতীক প্রতিকূলতাকে কাটিয়ে আমি এসেছি শুধুই তোমার হাতে হাত রেখে সমুদ্রস্নান করবো বলে।

Add to favorites
1,363 views