যাত্রাপালা -
এইচ বি রিতা
Published on: আগস্ট 16, 2013
রাত গভীর হয় ঝুমুর ঝুমুর আওয়াজ
যাত্রা পালা মাতে, নাচবে কমলা আজ
গানের তালে তালে দোলে কমলার অংগ
শকুনীর দল মাতে, রাতভর চলে রঙ্গ
কমলার নাচ দেখে, উল্লাসে ওরা মাতে
জাত ধর্ম ভুলে গেলে, কি আসে যায় তাতে
ঠমক ঠমক দোলে কমলার পুষ্ট নিতম্ব
যাত্রা পালা কাঁপে, কাঁপিয়ে পুরুষ দম্ভ
মহাপুরুষ দোলে, দোলে বিবেক আত্মা
গা ধুয়ে পাপ ঝাড়ে, নালায় ডুবে স্বত্বা
সর্প বেদেনী খেলা, রাতভর ধরে চলে
শকুনীরা বিনাশ হয়, কমলার ঘন চুলে
রোজ রাতে নামে ঝড় কমলার নগ্ন বক্ষে
কমলাদের দেহের বাঁকে, সভ্যতা কাঁদে দুঃখে
যাত্রা পালা চলে, চলে উদ্যম নৃত্য
কমলাদের ঘরে আসে, নিষিদ্ধ অচেনা ভৃত্য।
___________

Add to favorites
1,206 views