যাত্রা -
হিরণ্য হারুন
Published on: ডিসেম্বর 12, 2016
বহুক্রোশ পাড়ি দিতে হবে এই ভেবে, মূর্তির মতো ঘোড়ার পিঁঠে বসে পড়লাম ।
ঘড়ির কাটা বিপরীতে পৃথিবী ঘুরছে।রাত নামে। অতঃপর অন্ধকার! তবু ঘোড়া
ছুটে চলে গভীর গিরিগুহা পেরিয়ে স্বপ্নকে টেনে ধরে…
মানুষেরা বিষণ্ণতা নিয়ে চুপিচুপি চলাচল করে। ঘড়ির কাঁটার ক্লান্তি নেই, নেই
বিশ্রাম। রঙিন বাতির ম্রিয়মাণ আলোর ভিতরে চলমান ঘোড়া ছুটতে থাকে—
দূর পাহাড়ের দিকে। আমি চারদিকে তাকাই— কোথাও তেমন অদল- বদল নেই!
গুঞ্জন ও স্বাধীনতা নেই।আমি মাটিতে নেমে পড়লাম।স্বাগত জানালো একটা
মায়া হরিণ— আমি ছুটে চললাম, পাশ দিয়ে উড়ে গেল অচেনা পাখি। আমি স্থির
হয়ে দাড়ালাম বিস্তৃত সবুজে এবং সীমানা নির্দেশক প্রস্তরখণ্ডের দিকে। বাড়িঘর,
পথঘাট, পর্বত এবং আকাশ তাদের জানালা খুলে দিলো।আমি সমুদ্রে দিকে যাত্রা
করলাম।

Add to favorites
920 views