যুধিষ্ঠির -
এইচ বি রিতা
Published on: অক্টোবর 25, 2015
ষোড়শী আমি উগ্র আমি বৈশাখীর মাতাল ঝড়
উচ্ছল প্রাণ চঞ্চল আমি ক্ষুদ্ধ হিয়ায় কাঁপি থরথর।
উদাসী আমি সর্বনাশী বহ্নি বেপরোয়া
শোক বার্তা বহি জ্বলন-ফলনে আমি বিজয়া।
ছলনে মহাকাল ভুলি আমি প্রভাহিনী ঘাত
প্রমত্ত কিরণ দিশারী খুঁজিয়া লই প্রেম সংঘাত।
শির নত কভু নাহি দুর্বিনিত কভু দুর্বার
ত্রিশূলা দেবী আমি প্রাণনাশে ধরিত্রীর হুংকার।
দর্পনে বিষ অর্পনে ক্রুর জাহ্নবীর সাদৃশ আমি
করিনু ভ্রমন অসৎ ক্রোধ, জ্ঞাত মোর অন্তর্যামী।
অষ্টধা আমি ক্ষীপ্র তরল বায়বীয় তড়িৎ প্রভা
যুধিষ্ঠির ক্ষীন সত্যের পথে হরদম উন্মাদ লাভা।
স্বরবৃত্ত ছন্দ

Add to favorites
2,205 views