রং রঙিন স্বপ্ন -
আল-হাজেন মাহমুদ বাবু
Published on: নভেম্বর 10, 2016
নিজেকে আজ অনেক অপরিচিত মনে হচ্ছে,
হারিয়ে ফেলেছি কি-জানি নিজের কাছ থেকে।
রং রঙিন ছোট্ট কিছু স্বপ্নছিল।
বাস্ততার নির্মম খেলা স্বপ্নগুলো কে কুরকুর করে ভেঙ্গে মুচড়ে বদলে দিল।
ভাগ্যের কাছে মাথা রেখে চুপটি মেরে বসে আছি,
চেষ্টা করছি বেড় হয়ে আসতে।
তবে কোন দুঃখ এবং কষ্ট নেই,
মাঝে মাঝে ভাবি না হয় হেরেই গেলাম জীবনের কাছে।
এমন একদিন হয়তো আসবে আমিও তোমাদের কাছে স্মৃতি হয়ে যাবো।
যেমন ভাসাচ্ছি নিজেকে স্মৃতির পথধরাই।
হয়তো তোমাদের ভাসাবে না স্মৃতিগুলো বা মনেও করবে না।
ভুল করেও হয়তো কোন দিন মনে পড়বে না,
ভাববে না কোন একজন ছিল।
হয়তো তোমাদের হাজারো রং রঙিন নতুন স্মৃতির চাঁদরে ঢেকে দেবে আমাকে।
কষ্ট নেই,
নেই কোন আশা
নেই কোন ইচ্ছে
নেই কোন আক্ষেপ
নেই কোন রাগ
নেই কোন অভিমান।
হয়তো বাস্তবতা আমায় বদলে দিয়েছে।
যুদ্ধ করে চলছি নিজেকে নিয়ে নিজের সাথে
নিজের বাস্তবতার কাছে।
স্বপ্ন দেখতে শিখেছিলাম হয়তো
আজ ভুলে গেছি।
আবেগের খেলাগুলো মনের গহীনে ভাসে
তুচ্ছ ভেবেই উড়িয়ে দেই।

Add to favorites
2,688 views