রক্তাক্ত ডায়েরী -
আসাদুজ্জামান শাওন
Published on: অক্টোবর 29, 2015
রক্তাক্ত ডায়েরী
আসাদুজ্জামান শাওন
——————————
এক নিঝুম রাতে
আলো-আঁধারের চাঁদ হয়ে,
ছুঁয়ে দিলে আমায়
কালবৈশাখীর কোনও অনিকেত প্রান্তরে।
এক মধ্যরাতে
কোনও এক বেওয়ারিশ ঘুমের স্বপ্নে
কাঁদালে
তুমি আমায়,
তোমার চিরচেনা প্রতারণার ফাঁদে।
এক নীরব সমুদ্রের তীরে
ঢেউ আছরে পড়ে প্রবল বেগে,
বিলীন করে আমার অস্তিত্ব তোমার প্রবল আক্রোশে।
এক শীতল হাওয়ার পরশে
তোমার উত্তপ্ত রংচটা ভালোবাসার প্রতারণার বেঁড়াজালে,
ধ্বংস করেছি নিজেকে প্রতিনিয়ত
তোমায় ভেবে।
এক ভালোবাসাহীন রাজপথে
বৃষ্টির মাতাল করা সুরের ইন্দ্রজালে,
মুছে ফেলি সব স্মৃতি
আমার হাতে-গড়া রক্তাক্ত ডায়েরী থেকে।
এরপরও
আমি,ভালোবাসি তোমায় আর তোমার ফেলে আসা স্মৃতিগুলোকে।
অতঃপর আগলে রাখে আমায়,
প্রতিনিয়ত
তোমার আক্রোশ আর ঘৃণা থেকে।

Add to favorites
1,701 views