রসাতল -
Mithila
Published on: অক্টোবর 11, 2017
মানুষ জবাই এ খুনি হয়
পশু জবাই এ কসাই
মনুষ্যত্ব জবাই এ তাদেরকে
কি বলবে গো মশাই?
অন্যকে ঠকিয়ে সকলে
নিজের স্বার্থ তুলে
অন্তরেতে বিষ নিয়ে
মধুর কথা বলে।
নিজের ভুলটা সরষে তলে
অন্যের বেলায় শাসাই
তারপরেও তাদেরকে
জ্ঞানী বলবে মশাই?
টাকার পাহাড় গড়তে গিয়ে
বিবেক পিষে খায়
গরিবদের মরতে দেখে
ব্যাপক মজা পায়।
সুযোগ পেলেই পণ্যের দাম
আকাশ ছোঁয়া করে
উপর তলায় পার্টি হয়
গরিব ক্ষুধায় মরে।
টাকার বড়াই করে চলে
মানুষ ভাবে পিঁপড়ে
মরবে না তো কখনো
এমন ভাবে বাপরে!
দিনকে এখন রাত করেছে
রাত হয়েছে দিন
ডিস্কু ড্যান্স এ মাতাল সবাই
বিবেক মূল্যহীন।
ধর্ম এখন নামে মাত্র
সব হয়েছে ফিকে
প্রকৃত ধার্মিক পাওয়া যাবে না
ছাকনা দিয়েও ছেঁকে।
উপরে উঠার রাস্তা গড়তে
পা গরিবের পিঠে
চিনিও এখন তেঁতো লাগে
টাকার গন্ধ মিঠে।
কাকে ঠকিয়ে কে জিতবে
স্বার্থের পিছনে সবাই ছুটছে
অন্যায় এখন জিতে গেছে
ন্যায় আগুনে পুড়ছে।
শিক্ষা এখন হয়ে গেছে
স্ব-শিক্ষার বাধ্য
সু-শিক্ষিত খুঁজে পাবে
কার আছে এত সাধ্য।
মানবিকতা দূর্লব এখন
মনুষ্যত্ব মৃত
দূর্বলার জম সবাই
ক্ষমতায় সব ভীত।
দেশটা এবার ধ্বংস হবে
রসাতলে ভাসাই
সুন্দর হতো সবাই বদলালে
কি বলেন গো মশাই?
মশাই বলে,আরে বাপু
চিন্তা কিসের তোর
দেশ যাবে কি রসাতলে
আগে তোর বাঁচা তো হোক।

Add to favorites
978 views