রাণী -
Emran Hasan Joy
Published on: অক্টোবর 29, 2016
ঘুমিয়েছে ধরণী, আমার ঘুম কই?
সবার নিদ্রার বন্দোবস্ত আছে,
আমার নিদ্রা কই?
নাকি সবকিছুর সাথে তাও উজার করে দিয়েছি,
সঁপে দিয়েছি পদতলে।
নিজের যা কিছু ছিলো।
বিনিময়ে কি চেয়েছি?
একটুকু বিশ্বাস,
ভালবাসার এইতো মানে…
হৃদয়চুড়ায় তবো যে চিহ্ন এঁকেছি,
তাতো মিটে যাবার নয়।
গর্বিণী আমি…
কিসে আমার কষ্ট, সামান্য বিরহে?
এ আর এমন কি,
এইতো সুখের মানে…
হঠাৎ হঠাৎ অস্থির হয়ে উঠি,
গুলিয়ে ফেলি নিজেকে।
তাতে সুখী’ লাগে।
তোকে কাছে পাইনা,
কিন্তু তোর দেয়া পুতুলটা,
সারাক্ষণ বুকের মাঝেই থাকে।
অনেকদিন তোকে দেখিনা,
এ বিষয়টা একটু কষ্টদায়ক,
কিন্তু কষ্ট বলবোনা।
সুখী’তো লাগে….
চোখ বুজলেই ভেসে উঠা পরিচিত সেই মুখ।
গুটিকয়েক ছবি আছে,
কিন্তু তাতেকি তৃষ্ণা মেটে?
আমারতো দরকার ____!!
থাক, তা আর নাই বললাম।
যে দাবি পূরণ হবার নয়,
তা আর উত্থাপন করে কি লাভ?
তবু আমি সুখী,
যা অর্জন করার ছিলো, তাতো পেয়েছি।
তোর সত্তাটাকেতো অর্জন করতে পেরেছি।
ধারণ করেছি নিজের মাঝে।
দেহ, সে আর এমন কি?
দু’দিনে আক্রান্ত হবে জড়ায়।
আমি পেয়েছি তা, যা সদা তরুণ।
তারুণ্যদিপ্ত তোর সে সত্তায় আমার রাজত্ব।
কার সাহস আমাকে উচ্ছেদ করে?
প্রিয়, প্রিয়তম…..
তুমি আমাকে রাণী করতে চেয়েছিলে না?
করো, আমাকে রাণী করো তুমি।
তবে পৃথিবীর বুকে নয়,
তোমার মনোরাজ্যের রাণী করো আমায়।
পৃথিবীর বুকে নাহয় দাসী বলেই পরিচয় দেবো।
কি প্রিয়, মানবেতো?
এতটুকু স্বীকৃতিতো আমি পাই,
কি, পাইনা………….?

Add to favorites
2,197 views