রাতের মৃত্যু -
আসাদুজ্জামান শাওন
Published on: ডিসেম্বর 21, 2016
রাতের মৃত্যু
আসাদুজ্জামান শাওন
———————————–
আমার অর্ধেক পৃথিবী ঘুমিয়ে
ঝুল বারান্দাতে একা মধ্যরাতে প্রতিনিয়ত দাঁড়িয়ে
আকাশপানে ছুঁড়ে দেওয়া আমার রং-হীন নিত্য দীর্ঘশ্বাস।
জড়তা নিয়ে অলস সময় খুন করার তীব্র ইচ্ছা!
ভোর হবে কখন?
ঠিক ভাবনার অতলে হারিয়ে যাই
কল্পনার সিঁড়ির ধাপ পিষ্ট করে,
শেষ ধাপে নিথর দেহে, অনেকটা বিধ্বস্ত আমি,
অদূরে তাকিয়ে দেখি মুমূর্ষু
একটি ভোরের অদৃশ্য ফ্রেমে বন্দী ছবি।
অশ্রুর আত্মহত্যা,অবশেষে রাতের মৃত্যু।

Add to favorites
911 views