রাহুল -
এইচ বি রিতা
Published on: জুন 19, 2015
হঠাৎ করে অবাক করে রাহুল আমায় ডাকলো জোরে
কাছে গিয়ে বললাম তারে ডাকছিস কেন অমন করে?
জলধারা উপচে পরলো রাহুলের বুকের জমিন জুড়ে
রিক্ত মনে সিক্ত হলাম ভিতর আমার উঠলো নড়ে!
অনাহারে পাঁজর ভেদে দুঃখ তরী উঠল ভেসে
মাথায় পরশ দিতেই সে; মুখ লুকালো লাজুক হেসে
কাছে টেনে নিলাম যখন বলল রাহুল করুণ চোখে
পথের ধারে জুটা বাসি, যা পায় তাই; ঠাসে মুখে।
পিচ্চি রাহুল রোজা রাখে,ফরজ আদায়ে কেউ না রুখে
অবুঝ প্রাণে পাপ-পূন্য; কড়ায় গন্ডায় হিসাব রাখে
সেহেরী না খায় ইফতার না পায়, তবু রোজার নেশা মনে
প্রভূ ওপাড়ে দেখছেন সবই; মানুষ কেবল অজ্ঞ জ্ঞানে!
রাত কাটে তার ইস্টিশনে, পিতৃ পরিচয় কেউ না জানে
দুধ-ভাত আর সুরমা খেঁজুর;কল্পনাতে দোল দেয় প্রাণে
মনটি আমার উঠলো কেঁদে, হাতটি ধরে বললাম তারে
খেতে দিব দুধ মাখা ভাত; প্রতি সেহেরী-প্রতি ইফতারে।
পিচ্চি রাহুল উঠলো হেসে, সেই হাসিতে মন কাড়ে
হাতটি ধরে চুপটি করে; রাহুল চলল আমার নীড়ে।
কি আসে যায় একটু যদি, ভাগের থেকে ভাগ দেই তারে
কি আসে যায় একটু যদি; বসাই তারে এক কাতারে?
কত রাহুল পথের ধারে, রোজ এমনি ক্ষুধায় মরে
কত রাহুল জন্ম নিল; ঠাঁই না পেল মুসলিমের ঘরে
বছর না হোক একটি মাস, রাহুল থাকুক অন্তর জুড়ে
রাহুলরা যেন আর কোনদিন; অনাদরে না রয় পড়ে।

Add to favorites
1,115 views