রোহিঙ্গা শরণার্থী ও আমরা -
আলী আহম্মেদ
Published on: নভেম্বর 28, 2016
সীমান্তের উপারে বার্মা
নাগরিক পরিচয়হীন রোহিঙ্গা নামের জাতির বাস
তাদের উপর নির্মম অত্যাচার
রক্ত রক্তে লাল
খুন ধর্ষণ, বৌদ্ধ সেনার অত্যাচার!
নেড়ে উঠে না বিশ্বের মানচিত্র?
তোমারও কি বুক কাঁপেনা বাঙ্গালী?
তোমার কি বুক কাঁপেনা বাংলাদেশ?
তবে পিছু ফিরে যাও
শুধু মাত্র পয়ঁতাল্লিশ বছর পিছনে
দ্যাখো বুক কাঁপে কিনা
দ্যাখো হৃদয়ে রক্তক্ষরণ হয় কিনা?
যদি না কাঁপে হৃদয়
তোমার হয়তো ভাই নেই
তোমার হয়তো বোন নেই
তোমার হয়তো মা -বাবা নেই
তুমি বাঙ্গালী নও,
তুমি বাংলাদেশী নও
হয়তো তুমি মানুষই নও।
আলী আহম্মেদ
২৮-১১-২০১৬

Add to favorites
818 views