লালসা -
রুপক চৌধুরী
Published on: জানুয়ারী 3, 2019
লম্পট সাঁঝে মন কি জুড়ায়
ভোরের সূর্য দেখে,
কামুক শীতের বাসনা মিটে না
ফাগুনের গান শিখে,
রাজনীতি পৌষে উদাসী আমার
হৈমন্তী ধান বেলা
ধর্ষিতা দেখে মাঘের কিরণ
শংকা করে যে খেলা,
অল্পতে আর মিটে না তাদের
কুয়াশা মনের স্বাদ
লুট করে তাই শিশির সকাল
পেতে বর্ষার ফাঁদ,
এভাবেই যদি চক্রাবর্তে চলে লালসার চাষ,
কেঁদে যাবে সদা সুশীল পিপাসা
অবিরত বারমাস,
উন্নতি বাজে পিচঢালা পথে
সম্ভাবনার রৌদে,
কি দেবে সে আর মত্ত যে মন
ব্যঘ্র প্রতিশোধে !
সরিষা বনের দোদুল্য ফুল
লালসা মুক্ত থাক,
অবলা শুক্তি মুক্তোর হাসি অবিরত হেসে যাক ।

Add to favorites
712 views