লিপ্সা -
এইচ বি রিতা
Published on: ডিসেম্বর 26, 2013
আর কখনো যাওয়া হবেনা গুপ্তঘরে
স্বল্প আলোয় মিহিস্বরে ভেজা গুমোট আমিষ গন্ধে
কানের বালি থাকবেনা পরে তোষক কোণে।
বিতৃষ্ণার মাথা খেয়ে,
তত্বশ্রুতির জমিন ফুড়ে উঁকি দেয় বিবাদ
স্পর্শদোষের সুপ্ত আকাঙ্খায় টেনে হিছড়ে সবটা ছিড়ে,
গোপন সমর্পণ;
আর হবে না! আর হবেনা!
নির্মল পৃথিবী। এদিক ওদিক স্বপ্নীল পাখীর কোলাহল
সবুজ নয়; ঘন কালো দুর্বা ঘাসে অপয়ার সন্মোহন
চোরাপথে বক্ষে লাগে এক ফাঁলি জ্বোছনা; কি নিঁখুত লিপ্সা
তারপর সবটুকু শুষে নেয় জীবন!
যদি মন বাঁধ না মানে! যদি দেহ কথা না রাখে
যদি দুটি মেঠোপথ একাকার হয়ে মিশে যায় সমান্তরাল
তবে দোষ কি বলো!
মানুষ তো! জন্মের প্রায়োশ্চিত্ত হতেই হবে।

Add to favorites
780 views