পথের শেষ নেই -
রুপক চৌধুরী
Published on: জানুয়ারী 24, 2022
পথের শেষ নেই-কিন্তু পথিক জানে না,
সে চলতে থাকে শেষ দেখবে বলে অফুরুন্ত সীমার,
খুঁজে ফিরে অলি গলি নূতন পথের নেশায়,
পথের শাখা প্রশাখার খোঁজে তার নিরবিচ্ছিন্ন দৌড়,
পথ কোনদিন ক্লান্ত হয় নি পথিকের পদচারণায়,
আমাদের স্বপ্নরা কোনদিন ক্লান্ত হয় না,
অথচ,আমাদের ক্লান্ত করে দেয় তার সম্মোহনী জৌলুস,
নিকোটিন মাখা ঠোঁট তার অমানিশার অতিমারি,
অন্ধকারে খেলা কোন রগরগে উলঙ্গ পাশা,
নরক খুঁড়ে রাখা কোন ঈশ্বরের অভিমানী হাত,
নতূন পথ আমাদের নূতন ভোর দেখায় না শুধু,
পথের মধ্যে মিশে যায় কতো অদেখা ধূলো,
পথ শুধু আলোর দিশায় লেখে না চৈতন্যের চরিত,
পথ ধরে’ই স্রোতের মতো আসে আঁধারের কণা,
পথের শেষ নেই তাই,
বিভ্রান্তির পসরা নিয়ে পথ ঘুরে প্রতিনিয়ত পথে পথে।

Add to favorites
298 views