শব্দ ও ভালোবাসা -
আলী আহম্মেদ
Published on: ডিসেম্বর 25, 2016
প্রয়োজনহীন কিছু শব্দ জমাট করি
তাদের শিরোনাম দেই
আমি তাকে কবিতা বলি
তারাও বলে
যারা আমায় ভালবাসে।
তারাই আমায় উপহাস করে
যারা নিন্দা করে আমার উপকার করে
আমি নিজেকে সিদ্ধ করি
পরিস্ফুটিত হয়।
আবার কলম ধরি
আবার শব্দ গুলো জমাট করি
শিরোনাম দেই
আমি কবিতা বলি
তারা আমায় কবি বলে
যারা আমায় ভালবাসে।
তারা অট্টহাসে
যারা আমার উপকার করে
আমি নিঃশ্বাস নেই বড় করে
বিশুদ্ধ অক্সিজেনে দহন করি নিজেকে
আমি বিশুদ্ধ হতে চেষ্টা করি।
আমি শব্দ জমাট করি
আমি তাদেত শিরোনাম দেই
আমি তাকে কবিতা বলি
আমি তাদের বাহবা পাই
যারা আমায় ভালবাসে।
তারা আমায় ধৌত করে
যারা আমার নিন্দা করে
আমি তাদের হৃদয়ে ধারণ করি
আমার শব্দগুলোতে ধারণ করি।
আমি নিজের সমালোচনা করি
আমি তাদের প্রাপ্য সম্মান দেই
যারা আমায় ভালবাসে
আমি তাদের গভীর শ্রদ্ধা জানায়
যারা আমার সমালোচনা করে
আমি তাদের ভালবাসি
যারা আমায় ভালোবাসে
আমি তাদেরও ভালবাসি
যারা ঘৃণার চলে আমায় উপকার করে
আমার স্বপ্ন যে পথে
সে পথে কাটা গুলো চিনিয়ে দেয়
আমার পথ পরিষ্কার করে দেয়
আমি শব্দ জমাট করি
তাদের শিরোনাম দেই।
24 December 2016

Add to favorites
725 views