শান্তির পুনর্জন্ম হবে -
Ajmery
Published on: অক্টোবর 27, 2017
কত সুখের হলো মৃত্যু
পিচঢালা পথে লেগে আছে তাজা রক্ত।
না! না! ভেবোনা শুকিয়ে যাবে
বকুলের মত শুধু ঝরেই যাবে!
মনে রেখ,
পুনরায় জন্ম নিবে সে-একেবারে নতুন করে,
দেয়ালে যে পিঠ ঠেকেছে,
এবার দেয়াল ভাঙার পালা!
সেদিন পারবেনা, পারবেনা থামাতে
পারবেনা দিতে দ্বিতীয় মৃত্যুর আদেশ।
সে তো অনেক আগেই মরেছে
এবার তোমাদের মরণ নিশ্চিত জেনো!
হায়!
আজো হিরোশিমা-নাগাসাকির আত্মা কাঁদে
কাঁদে প্যালেস্টাইন, সিরিয়া।
দেখেছো ঐ নিষ্পাপ চাহনি
কতকাল বাবার বুকে ঘুমোয়নি।
তোমাদের কাছে সবই মূল্যহীন,
ক্ষমতা থেকে ক্ষমতাধর কেবলি সিঁড়ি বেয়ে চলেছ,
উপরে উঠা হয়নি! নাকি নেশায় আসক্ত?
শুধু রক্তজলে তোমরা শান্ত।
আর নয়!
ধরিত্রীর গর্ভে হবে গণ কবর,
অসংখ্য পাতায় ছাপা হবে
নতুন ভোরের ফরমান।
দানব গুলিকে পুঁতে ফেলবে মানব।
সত্য মানুষ আনবে সেই শান্তিজল
যার প্রতিটি ফোঁটায় ফোঁটায় পবিত্রতা।
শান্তিদূত আসবে শান্তির পতাকা হাতে,
বৃষ্টির ছোঁয়ায় নতুন করে উজ্জীবিত হবে।
আবারো জন্ম নিবে ফিনিক্স –
একজন যাবে হাজার জন আসবে।
এবার ট্রয় হবে না বিধ্বস্ত,
চেগুয়েভার আবারো হাতে তুলে নিবে অস্ত্র,
সেই অস্ত্রের আঘাতে আঘাতে -রাতের শোক কেটে যাবে
জ্বলজ্বল করবে নক্ষত্ররাজি।
আমার এখন অপেক্ষার প্রহর গোনা হল শুরু।
চাতকিনী চেয়ে আছি দূর আকাশের পানে
তৃষিত হৃদয় শান্তিজলের অপেক্ষায়-
অতঃপর,
সকল যন্ত্রণার ফাঁসি দিয়ে তবেই আমি ঘুমাবো।
October 8

Add to favorites
873 views