শারদ প্রাতে রাই -
এইচ বি রিতা
Published on: এপ্রিল 12, 2016
টুপটুপ সবুজের উপর জলকণা
শরতের ঘন কুয়াশায় আলোর বিচ্ছুরণে
স্বাতন্ত্র্যমন্ডিত প্রভাত,
রৌদ্র-মেঘের ছায়ায় স্নিগ্ধতা ছড়িয়ে উল্লাসিত শিউলির ঘ্রাণে,
ডাগর কটা-চোখে রাই ঘুম ঘুম আধো জাগরণে;
দিবসের আরম্ভে,
প্রার্থনায় বিমোহিত শিহরণ জাগে প্রাণে।
প্রভাতে মেঘডম্বর,ছেঁড়া তুলোর মত দলছুট মেঘের দল
থেমে থেমে কোলাহলে নীল সাদা আকাশ
শিউলীর পেলবতায় নিদ্রোত্থিত রাই
চিত্তহরষে প্রভাতসংগীতে গুনগুন উদীরণ!
কি মুগ্ধতায় শেষে ঘুম কেটে যায়
ওপাশে নিম ছায়ায়
শান্ত দোয়েল শিষ দিয়ে যায়!
চিত্তে জাগে অনুরাগ,
যদি মেঘ হয়ে উড়ে যায় রাই আজ
কাশফুল সফেদ শাড়ীতে জড়াবে কি বুকে?
শরতের আকাশ অকস্মাৎ গুড়ুগুড়ু ডেকে যায়
রাই উঠে বসে বাতায়ন পাশে,
অদূরে রৌদ্র মেঘের অবুঝ খেলা চলে আকাশে।

Add to favorites
3,384 views