শিশিরের মতো ঘুম আসে মানুষের -
রুপক চৌধুরী
Published on: সেপ্টেম্বর 4, 2021
শিশিরের মতো ঘুম আসে-প্রেম আসে মানুষের,
শরৎ হেমন্তে শিউলির বুকে লেপ্টে থাকা,
সরল শুভ্রতার মতো মানুষের বুকেও লেপ্টে থাকে,
কুয়াশার ক্ষণস্থায়ী কামনার অগ্রহায়ণ,
রাত্রিতে অবিরাম ঝরা শিশিরেরা কালে কালে,
সূর্যের আগুয়ান পদচারণার পথ ভুলে যায় হেলায়,
এক সীমাহীন মহাকালের কৃষ্ণগহ্বরে,
তারপর কোনদিন তারে দেখে না দুর্বার সবুজ বুক,
কাশ-কলমীর প্রকোষ্ঠে জমে না ক্ষণিক হেমন্তের জল,
তারপর একদিন তার দাগ দেখে সময়ের শিউলি,
কবির কানে কানে বলে যায় শিশিরের ইতিকথা,
তার হিম ঠান্ডার পেলবতা নরম ঘাসের ঠোঁটে,
যে ঝড় তুলেছিল তারা মানুষের শিরায় শিরায়,
মোহনীয় অনুরাগের সুশীতল বীণা বাজিয়ে,
শিশিরের মতো’ই ঘুম আসে-প্রেম আসে মানুষের,
হেমন্ত নয় অগ্রহায়ণের নৌকোর মাস্তুলে বসে,
সূর্যের সোনা রং দেখে তারাও থাকে না অবশেষে,
মিলেয়ে যায় অদেখা চোখের মায়ায়,
জলের দাগ বুকেধরে মানুষেরা যায় তারে ভালোবেসে,
মৃত্যুরে ভালোবাসে যেমন শশ্মানের ছাই রং মাটি ।

Add to favorites
516 views