শুনেছি -
এইচ বি রিতা
Published on: ডিসেম্বর 13, 2015
শুনেছি সৃষ্টিকর্তা ধৈর্য্য ধারনকারীকে পুরস্কৃত করেন।কিভাবে করেন আমার জানা নেই। হয়তো ধারন ক্ষমতাটাই বান্দার জন্য পুরস্কার স্বরুপ।
মানুষ জন্মে। মানুষ মরে। সম্পর্ক জুড়ে, সম্পর্ক ভাঙ্গে। সব কিছু ওলটপালট; কেবল ধৈর্য্যের সূতোটাই বেঁধে রাখে মানুষ আর জীবনকে এক সাথে মৃত্যু অবধি। এখানে ভালবাসার প্রয়োজন হয়না। প্রেম জরুরী নয়। এখানে কেবল বেঁচে থাকা, বেঁচে থাকার জন্য নিঃশ্বাস নেয়া।
প্রেম নিঃশ্বেস হয়ে যায়, ভালবাসা ফুড়িয়ে যায়, তবু মানুষ একে অপরের জন্য ভাতের থালায় অবশিষ্ট উচ্ছিষ্ট খাবারটুকু আনমনে রেখে দেয়।
কি নির্মম! কি নির্মম! ভালবাসাহীন বেঁচে থাকা, বহুদিন বহু বছর; একে অপরের পাশে, একে অপরের স্মৃতিতে!
হে প্রভু! হে মহান প্রতিপালক! তুমি জীবের উপর হতে সকল ধৈর্য্য তুলে নাও। সব ওলটপালট হয়ে যার। সব ভেঙ্গে তছনছ হয়ে যাক।
তারপর শুরু হোক এক সরল পৃথিবীর। যেখানে দন্ধ নেই, অভিযোগ নেই, ধৈর্য্য নামক শব্দ নেই, ভালবাসাহীন সম্পর্ক নেই!
যেখানে চোখের জলে বাসরের গল্প উড়ে না !

Add to favorites
1,121 views