শুভদা-৭ -
এইচ বি রিতা
Published on: ডিসেম্বর 3, 2017
খর-কুটো পাতা যেখানেই পড়ে থাকে
চুপিসারে জীবন বিনম্র বিষাদে চেখে দেখে নোনাজল
আচমকা বাতাসে নড়ে উঠলে পত্রপল্লব;
জেনে নেই এখনো নিঃশ্বাস সন্চালিত হয় বিদগ্ধ প্রাণে।
অতশী ডেকে গেলে মমতার আবেশে
বিস্মৃতির আড়ালে সেই নীল খাম
মুখ খুলে দেয় দুঃখ জলের লহরীর।
স্বস্তি খুঁজে নিতে বৃষ্টির প্রত্যাশায়
বিভ্রান্তি খেয়ে যায় হ্নদয়ের পুরোটা।
গল্পটা লুকাতে গেলেই পথ সরলতা হারায়
দৃষ্টিসীমায় বিষাক্ত সাপ ফনা তুলে নির্বিকার
অনুশোচনার মত কঠিন মৃত্যু
বোধকরি ঈশ্বরের সংবিধানে কোথাও নেই।
শুভদা,
যে সবুজ হারিয়ে যায় কালের স্রোতে;
তা কি ফিরে পাওয়া যায়?

Add to favorites
657 views