শূন্যতা -
পেন্সিলে আকা পরী
Published on: অক্টোবর 28, 2016
প্রিয়মুখ,
জানি বড্ড অযন্ত অবহেলায় কাটে আমিহীন তোমার নিশ্চুপ প্রহরগুলো ,
জানি আমি আসলেই তোমার রোপিত কৃষ্ণচূড়ার ডালে ডালে লেগে যায় ফাগুনের আগুন ;
কি করবো বলো !
আমিও কি অসীম শূন্যতায় ডুবে থাকিনা তোমার অভাবে ?
আমার দুয়ারের সাদামাটা আল্পনাগুলোও কি অপেক্ষায় থাকেনা তোমার রঙ্গীন স্পর্শের !
কি লাভ বলো আমাদের শূন্যতাগুলোতে পূর্নতা খোঁজার ;
তার থেকে বরং এসো,যতক্ষন আমরা পাশাপাশি থাকি তারও থেকে কাছে না থাকা সময়গুলোতে আমরা অনুভবে থাকি একে অপরের !
ভেবে নেই পাশেই আছি,নিঃশ্বাসে ছোঁয়া রয়ে গেছে দু’জনের।

Add to favorites
2,081 views