শূন্য পকেট ও ছন্নছাড়া -
আলী আহম্মেদ
Published on: সেপ্টেম্বর 1, 2016
শূন্য পকেট আর কয়েকটি শব্দমালা, কিছু ভাঙ্গা স্বপ্ন নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছি
হৃদস্পন্দন কেউ কখনো টের পায় না যতটা দেখে লোক দেখানো হাসির সমাহার।
পথে, মাঠে, ঘাটে হাঁটতে হাঁটতে তেপান্তরের পথে, কত কি দেখলাম এই ঘটনাবহুল ক্ষুদ্র জীবনে-
কত হেসেছি, কিছু হাসি বুকে চেপে রেখেছি, কত কেঁদেছি, কিছু লজ্জায় বুকে চেপে রেখেছি।
অনেকেই এসেছে জীবনে, অনেকেই চলে গেছে, কেউ রাঙ্গিয়ে গেছে, কেউ রেখে গেছে আধাঁরে।
কত মুহূর্ত ছিল উজ্জ্বল- উচ্ছল রঙ্গিন, সবাই চলে যাওয়ার পর অভিনয়টা ভালই শিখেছি।
অশান্ত হৃদয় নিয়েও শান্ত নদীর মত বয়ে বেড়াচ্ছি, বাঁকে বাঁকে স্রোতহারা হয়ে রঙ বদালতে হচ্ছে।
তাদের ছুঁড়ে দেয়া শব্দের তীর গুলো বুকে এসে বিধে; এত ব্যথা নিয়েও দিব্যি ভাল থাকার অভিনয় করে যাচ্ছি।
একটি শূন্য পকেট আর একমুঠো স্বপ্ন আমার, কিছু ছন্নছাড়া শব্দ আর অপূর্ণ একটা কবিতা।
কিছু রঙ্গিন স্মৃতি আর পাওয়া না পাওয়ার একটি হিসেব-
একটা নাট্যমঞ্চ আর আমি সহ-অভিনেতা;কেন্দ্রীয় চরিত্রে তুমি
তুমি ছলনা করলেও আমি দিব্যি ভাল থাকার অভিনয়ে বাজিমাত করে দিচ্ছি।
অতঃপর শূন্য পকেট আর বুকের ভিতরটা কেউ দেখেনা; শুধুই মিথ্যে হাসির অভিনয়ে সবাই করতালি দিতে পারে।
30 August 2016

Add to favorites
1,601 views