শ্রাবণী -
রুপক চৌধুরী
Published on: জুলাই 25, 2018
বিষম বর্ষণে ভাসাতে পারো সবুজ পত্র পুলিন,
ডোবাতে পারো না মৌল বাসনার প্রাণ,
অতনু চোখের চোরাবালি দেয় ক্লেশ,
নিন্ম হৃদয়ে ভীষণ প্নাবণে ছড়াতে পারো শোক,
ব্যর্থ তুমি চিবিয়ে খেতে নষ্টালজিক নিরালোক ।
বৃক্ষ গোত্রে চাতক নেত্রে ছড়াতে পারো আবির,
মোছাতে পারো না হৃদ-কামনার শুস্ক ত্বকের স্বেদ,
আগুন চোখে ঘিয়ের আরতি জ্বেলে,
শ্রাবণী তুমি সজাগ করো খেইহারা অগ্রহায়ণী নির্বেদ ।
শ্রাবণী তোমার অদ্ভুত অহংকার,
মেটাতে পারো না তপ্ত বালুর অবরোহী হাহাকার,
বিস্মৃতির পারমাণবিক বুকে তোলো বিস্ফোরণ বারবার।
খোল-নলচে খোলস পরার সাড়াশি যবনিকা হোক,
বৃষ্টি আগুনে বিপুল বিলাসী নাছোড়বান্দা রোগ ।

Add to favorites
764 views