সংসারী নারী -
এইচ বি রিতা
Published on: ফেব্রুয়ারী 8, 2018
ফ্রগ পড়া কিশোরী অরুণীমা কি সংসারী
সে কেবলই নারী, গার্হস্থ্য তদারকী যার ধর্ম
মেনে নিয়ে একগুচ্ছ সংবিধান;
পিছনে ঠেলে দেয় জন্মের কারণ
পদার্পনে নতুন জীবন যেখানে কেবল দ্বায়বদ্ধতা।
দাদীমা বলেন, খুলে দে সায়া তড়িৎ
স্বামী যদি চায়, অনিচ্ছা থাকুক কাঁটাতারে ঘেরা
মায়ের চোখে আগুন,মমতায় গড়িয়ে পড়া চোখের জল
আশীর্বাদে দ্বায়হীন পিতা হাঁফ ছেড়ে বাঁচে
নারী ঢুকে পড়ে অচেনা সুড়ঙ্গে
এখন কেবল মানিয়ে নেয়ার পালা।
স্বামী বড় ধন যদিও নয় রক্তের বাঁধন
শত অপরাধ মানিয়ে নেয়া নারীর ধর্ম
শশুড়ালয় কটাক্ষে রক্ত ঝড়ে তবু,
অপরাগ পিতাগৃহ নীরবে সায় দেয়
মাতা বলেন, মানিযে যা সহনশীলতায়
সুখটুকু তুলে রাখ শিকেয় অতঃপর,
তিনিই রক্ষা করবেন নিশ্চিত জানিস।
ঘুম ভেঙ্গে ঘুমুতে যাওয়ার প্রক্কালে নারী
ছুঁয়ে দেখে হাত-মুক-বুক পিঠে
হাড় ভাঙ্গা খাটুনিতে শরীরে ক্লান্তির রেশ
সব শুধু নিতে জানে, তবু ফিসফিসে কানে
অভিমানে গিলে খেয়ে অধিকারবোধ;
মুখ লুকায় নারী দায়বদ্ধতার আড়ালে।
যে স্বামী রুপে পুরুষ স্বভাবে প্রকৃত নয়
মেনে নিয়ে সেও বুঝে যায়;
মানিয়ে নেয়া নারীর নৈতিক কর্তব্য।
কেউ কি জানে মানিয়ে নেয়া আর মেনে নেয়া এক নয়
এক নয় মাটি খুড়া আর বুক ছিড়া,
মেনে নিয়ে জলকুচি আবেগ;
প্রত্যাখানে নারী মেনে নেয় সম্পর্ক।
শরীর মিশে থাকে যে শরীরে,
ঘর্ষণে কেবল বংশধর জন্মায়
টিকে থাকার অদম্য লড়াইয়ে অবশেষে
হার নারীর নয়; মূলত নুপুংশুক পুরুষের।

Add to favorites
831 views