সকালের কথা -
আলী আহম্মেদ
Published on: নভেম্বর 2, 2016
আজ সকালের কথা বলছি-
একটা রোদের ডাকে সকালের জেগে উঠার কথা
পাখির কলরবের কথা
শিশিরের ভিজে উঠার কথা
লাঙল হাতে কৃষকের মাঠে যাওয়ার কথা
একটা সকাল –
ভুলিয়ে দেয় নিশি রাতে দুঃস্বপ্নের ব্যথা।
একটা সকাল-
আলোয় আলোয় জেগে উঠে নতুন দিনের কথা বলে।
একটা সকাল-
বধুর স্নান শেষে যাকে মোহিত করে তার কথা বলে
একটা সকাল-
নদীর বুকে মাঝির দাঁড় টানের গল্প বলে।
একটা সকাল-
ঘুম ভাঙ্গা হতাশাগ্রস্ত যুবকের নতুন স্বপ্নের কথা বলে।
একটা সকাল-
একজন কিশোরী শত বাঁধা পেরিয়ে বেড়ে উঠার কথা বলে।
একটা সকাল-
একজন যুবকের প্রতিদিনের স্বপ্ন ভাঙ্গার কথা বলে।
একটা সকাল –
একজন বাবার নতুন কর্ম উদ্দীপনার কথা বলে।
একটা সকাল-
আলোয় আলোয় সেজে নতুন পথে
২৫ October 2016

Add to favorites
1,902 views