মৃন্ময়- ৬৩ -
এইচ বি রিতা
Published on: জুলাই 2, 2015
কোন একদিন,
শহরের দেয়াল হতে শোকের গান স্বশব্দে বেজে উঠবে
প্রবল তৃষ্ণায় দীর্ঘশ্বাস বুকে
মধ্যাহ্নের আকাশে ছুটে বেড়াবে অনুমেঘ!
শত শত খন্ড মেঘের দল দুঃখের চাষাবাদে ব্যস্ত
লক্ষ কোটি জ্বলজ্বলে চোখে ঢেকে যাবে আঁধারে
কোন একদিন,
পৃথিবীর কোলে তোমাকে সঁপে; আমি ঘুমিয়ে পরবো।
কোন একদিন,
আগাছার গাঢ় বনে একটি শেয়াল হেটে যাবে
ধূর্ত চোখে উন্মাদনা মিশিয়ে জিবে টলটলে জল
অদৃশ্য ক্ষুদায় কামুক লিপ্সা খুঁজে নেবে নগ্ন শরীর
তরতর করে বেড়ে যাবে ভিতরের তান্ডব
কোন একদিন,
হাঁটতে হাঁটতে হৈমন্তি শিশির গায়ে জড়ায়ে;
শিকার হয়ে যাবো মালতিলতা ঘ্রাণে,অশোকতলে!
কোন একদিন,
প্রাপ্তির অপূর্ণ আকাঙ্খায় বয়োসন্ধি নাঁভিমূলে বিদ্রোহী রজনীপাতে
ব্রজকিশোরীর অক্ষতযোনী চুইয়ে আকস্মাত রজঃ
দুর্বিনিত যৌবনের শুদ্ধিকরণে নষ্ট হতে হতে;
কোন একদিন,
বহুরুপী জলের বিষাক্ত জলে অসীম অপূর্ণতায়
কষ্ট পেতে পেতে জমিনে শুয়ে পরবো!
কোন একদিন,
তোমাকে ছোঁয়ার অপেক্ষায়;
অন্ধকারে চিৎকার করে করে মরে যাবো!

Add to favorites
1,504 views