স্বপ্ন -
এইচ বি রিতা
Published on: মে 11, 2012
টিনের চালার ফুঁটো দিয়ে
স্বপ্ন ঢুকে সারি
দুর্ভাবনার প্রহরগুলো
রাতকে করে ভারী।
ব্যাস্ত দিনের একটা দুপুর
একটা প্রতিশ্রুতি
আঁচলের ভাঁজে গেঁথে রাখি
বছর পুরনো স্মৃতি।
সময় চলে নদীর বাঁকে
বিমূর্ত কিছু কথা
বুকের ভেতর দুঃখিনী কেমন
পুষছে আজন্ম ব্যাথা।
কালের শ্রুতে শব্দ হারায়
হারায় গল্পকথা
অসাড় আমি বটবৃক্ষ একা
অন্তর তোমাতেই গাঁথা।
সাধন ভজন হবেনাকো আর
ঘুনে ধরা জীর্ণ প্রাণে
নষ্ট শহরের মিছে গলিতে
ছুটছি কিসের টানে।

Add to favorites
2,075 views