সবুজের পথে -
Ajmery
Published on: ডিসেম্বর 22, 2017
এই যে শুনুন, হ্যাঁ আপনাকেই বলছি
আচ্ছা,আপনি মানুষ তো?
যদি তাই হয় তবে ধরুন এই হাত,চলুন আমার সাথে।
ঐ যে দেখছেন সবুজ বন, কতটা সুন্দর!ওতে আগাছা জন্মাতে শুরু করেছে,আবর্জনাপূর্ণ
রাক্ষসবংশ মানুষের অবয়ব নিয়ে ঘুরে বেড়াচ্ছে।
আসুন রাক্ষস তাড়াই!শক্ত হাতে নির্মূল করবো।
পাখির ডানাভেঙে করে উল্লাস, কণ্ঠ ছিনিয়ে নিয়ে বল চুপ!
সদ্য ফোটা ফুলেদেরও আঁচরে আঁচরে করে রক্তাক্ত!
তাদের মেরে ফেলবো,শরীরের প্রত্যেকটা অঙ্গ পুড়িয়ে করবো ছাই।
ওই যে দেখছেন অত্যাচার নীরবে সহ্য করে যাচ্ছে কতগুলো কাপুরুষ,এরা মানুষ না!
আপনি তাদের মানুষ বলছেন!মানুষ গোত্রীয় হলেই কি মানুষ হয়?
আমি চাইনা এসব মানুষ!
যারা তনয়ার বস্ত্র ছুঁড়ে ফেলে করে উলঙ্গ-
আর তা দেখে চোখে রুমাল দেয় যারা তাদের ঝুলিয়ে বক্ষদেশ খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করবো।অনেক যন্ত্রণা পর তাদের ফাঁসি দিব!
এদের বেঁচে থেকে লাভ নেই,এরা উচ্ছিষ্ট।
কি, যাবেন না? ভয় পাচ্ছেন? নাকি আমার কিছু বলার নেই বলে চুপ থাকবেন?
যেমনটা চুপ ছিলেন একটি স্বপ্নের উপর কতগুলোর হায়নার আক্রমণ দেখে।
কাজীর আদালতে বিচার দিয়ে দায়মুক্ত, পা কেঁপেছিল রাজপথে নামতে!
বেশ,তবে আমি বলবো ওই জিভ কেটে ফেলুন যে জিভ ভাষা হারিয়ে ফেলে কি লাভ রেখে?
কেটে ফেলুন ওই হাত যে হাত অন্যায়ের বিরুদ্ধে উঠে না,কর্তন করুন দুটি পা যখন আন্দোলিত রাজপথে যেতে চায় না।
ঘরে কপাট দিয়ে নির্লজ্জের মত মৃত্যুর জন্য অপেক্ষা করুন!
আমাকে আদালত দেখাচ্ছেন! যে কিনা ঘুমিয়ে থাকে,
নেকড়ের দল সদর দুয়ার দিয়ে ঢুকিয়ে পিছনের দুয়ার দিয়ে বের করে,
যে কিনা ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের জন্য তৈরি করে।
কার কাছে যেতে বলছেন,দেখছেন না দেবী থেমিসের চোখ ও বাঁধা, সে তো দেখতেই পায় না।
নিকুচি করি!গুড়িয়ে যাক ওই বন্দিশালা!সকল অন্যায় ধূলিসাৎ হোক।
আমিই, হ্যাঁ আজ থেকে আমি একাই করে যাব আগাছা পরিষ্কার, উপড়ে ফেলবো সব!
ভাবছেন পারবো কিনা?অস্ত্র বিহীন যুদ্ধ কি হয়!
আমার অস্ত্র আছে,এই যে আমার কলম আমার কবিতা তলোয়ারের মত একেকটা অন্যায়ের গর্দান কাটবে!
বজ্রধ্বনি তুলে পাপের মনে ত্রাসের সৃষ্টি করবে।
দেয়ালে পিঠ ঠেকে গেছে!এবার সামনে এগুবো,নয়তো দেয়াল ভাঙ্গবো।
এমন সবুজ চাইনি! যেখানে অন্ধকারের ভয় থাকে, ক্ষমতার লোভ থাকে, রাজনীতি নামক বিষধর থাকে।
আমি সেই সবুজের আহবান করি যেখানে অন্যায়ের বিরুদ্ধে মজবুত দেয়াল রবে,
স্বর্ণলতায় সযতনে পেঁচিয়ে রবে ভালোবাসা।
যদি সত্যি মানুষ হয়ে থাকেন তবে আসুন,
চলুন সবুজের বুকে রক্তিম সূর্যোদয় আনি।
হই আমি নারী কিংবা পুরুষ,মানুষের মত বাঁচবো, সবুজের বুকে শুদ্ধ ঘ্রাণ নিব।
এই যে, বীরপুরুষ বলে খ্যাত, আপনি যাবেন তো?ওই মিছিলে,মুক্তির মিছিলে
#November-3

Add to favorites
534 views