সমুদ্র -
তরুন ইউসুফ
Published on: মার্চ 13, 2023
সমুদ্রে যাচ্ছ জেনে
আমার জন্য একটুকরো
সমুদ্র আনতে বলেছিলাম
(তোমার সামনে সমুদ্র
পেছনে রোদ
বাতাসে নোনা গন্ধ)
তুমি নিয়ে আসলে
মুঠোভরা শূন্যতা
দেখালে তোমার চোখ
বললে, দ্যাখো দুটো সমুদ্র
নোনতা ও গভীরতা সবই পাবে
এরপর যতবার সমুদ্রে যাই
তোমার চোখ দেখতে পাই।

Add to favorites
68 views