সহজাত প্রবৃত্তি -
এইচ বি রিতা
Published on: এপ্রিল 22, 2018
বেঁচে থাকায় কোন নতুনত্ব নেই
প্রতিদিন একই পথে নিয়মমাফিক গন্তব্যে ছুটা
পথিমধ্যে যানজট, উৎসুক দৃষ্টি বড় তেতো লাগে
জ্বানালার কাঁচে দেয়াল তুলে দিয়ে ঝঞ্ঝাট মুক্তিতে
নীরসতায় মানুষ খুঁজে চলে ভিন্নতা; মাঝরাতে।
প্রতিদিন ভূপৃষ্ঠ দখলে মানুষ জন্মে
সমাধীতে জায়গা বদলে মানুষও কাঁদে
অগাটে জল খেয়ে যায় বন্যপ্রাণি
কতক গবাদি পশু রাতের আকাশ বুকে ধরে;
অধীকার ছেড়ে নিঃশ্বাস নিয়ে বাঁচে।
এখানে রোজ আগুন লাগে; ভিতরে-বাহিরে
অপাট সম্পর্কে অভিমান বাড়ে কমে
লাভ-লোকসান খতিয়ে দেখে নির্বোধ দম্পত্তি
বৈসাদৃশ্যে সাম্যের উঠোনে বিষাক্ত নোনাজলে;
চাতুর্য কৌশলে জুয়াড়ী দিয়ে যায় গৈবী চাল।
এমনি করে একঘেয়েমী আড়মোরা ভাঙ্গে রোজ
সকাল হতে মধ্যরাত অবধী দুঃশ্চিন্তার গোঙ্গানী
বেঁচে থাকায় কোন নতুনত্ব নেই জেনেও
স্নায়বিক প্রক্রিয়ায় সহজাত প্রবৃত্তি নিয়ে;
তবু মানুষ বেঁচে থাকে আমৃত্যু।

Add to favorites
814 views