সীকারোক্তি -
জিনিয়া আফরোজ
Published on: ডিসেম্বর 28, 2016
তারপর……….
মাথার উপর তোমার রাখা হাত,আর অকপটে
সীকারোক্তি হুম ভালোবাসি,খুব
ভালোবাসি,কিছু এলোমেলো হয়ে
যায়নি,আমি আছিতো,এইতো আমি,পাগলী
এভাবে কেউ কাদে! সূর্যটা তখোনো
মাথার উপর আলো দিয়ে যাচ্ছে, তোমার
দৃষ্টি আমার গড়িয়ে পড়া অশ্রুজলের
দিকে,কি যে সবেগে অশ্রুগুলো সেদিন
গড়িয়ে পড়ছিলো!অসহায় দৃষ্টিতে
অশ্রুবিন্দুগুলোর দিকে তোমার তাকিয়ে
থাকা সেদিন আমার চোখ এড়াতে
পারেনি,কি ভেবে যে সেদিন এতটা অসহায়
দৃষ্টিতে তাকিয়ে ছিলে বুঝিনি!তারপর
একরাশ ভুবন ভুলানো হাসি হেসে চলে
গেলে,বলে গেলে পাগলী সব ঠিক হয়ে
যাবে!
কি ভেবে যে সেদিন ওভাবে হেসে চলে
গেলে,যাবার সময় বার বার পিছু ফিরে
তাকিয়েছিলে,হাসিটুকু তখোনো মুখে ছিলো
তোমার…….
তোমার সেদিনের সেই হাসিটুকু সম্বল করে
পথ চলতে চলতে আজো ভাবি সত্যিই সব ঠিক
হয়ে যাবে……..

Add to favorites
890 views