সুনয়না বাই জাহাঙ্গীর আলম -
কাব্য কবিতা
Published on: ডিসেম্বর 31, 2016
বুকের গভীরে বরফ জমা এক ভালবাসার নাম!
প্রেমের উষ্ণতাও গলাতে পারেনা
বুক ফাটা কষ্টে ক্ষত বিক্ষত হয়,
তবুও মুখ ফুটে দিতে পারিনা ভালবাসার দাম।
অাকাশে যখন মেঘেরা ভীড় করে,
বুকের ভিতরটা যেন কেমন কেমন করে!
কাছে পেতে ইচ্ছে করে, একটু ছোঁয়ায় হারিয়ে যেতে ইচ্ছে করে।
ভালবাসতে ইচ্ছে করে, ভালবাসি বলতে ইচ্ছে করে
বলতে পারিনা! বুকের মাঝে বরফ জমে,
ইচ্ছেগুলো সব গুমরে গুমরে মরে!
চাঁদনী রাতেও বুকটা কেমন করে!
অামার চাঁদটা থাকে দূরে দূরে
স্বপ্নলোকের কল্পপাড়ে!
চাঁদ মুখটা দেখা হয়না, বুকের ব্যাথাটা চিনচিন করে
কতদিন কথা হয়না, হাসি ছোয়া হয়না,
বুঝেনা মন, সে যে এখন অন্যের ঘরে!
যদি কখনও মনে পড়ে কোন অমাবস্যায়,
জেনে নিও, পৃথিবীর কোন এক কোণায়
অন্ধকারের মাঝে অামিও খুঁজছি তোমায়!
অন্ধকারে তোমায় নিয়ে ভাবছি মনে মনে
যেখানেই থাক,
সেতো অামায় নিয়ে ভাবছে প্রতিক্ষণে!

Add to favorites
1,576 views