সেই কোলাহল -
রুপক চৌধুরী
Published on: সেপ্টেম্বর 4, 2021
চায়ের দোকানে হাঁটুচেপে বসে অবিরত,
কতদিন চায়ের পেয়ালায় চুমুক দিয়েছিল যারা,
খোশগল্পের বাহারি আয়োজন হয়ে উঠেছিল,
নিত্যদিনের প্রয়োজন প্রতিনিয়ত যাদের,
মসজিদের ময়দানে নয়তো ইদগাহের মাঠে,
সহাস্য বদনে যারা কোরেছিল কোলাকুলি,
মন্দিরের ঘন্টা ধ্বনিতে ওঁঙ্কার সুর জেগেছিল,
যাদের জীবনের রোজনামচায়,
কীর্তনে কবিগানে তুলেছিল প্রতিযোগিতার প্রতিধ্বনি,
সন্ধ্যা সকালে একদা যাদের শিরা-উপশিরায় কত,
নিয়তিকে দিয়েছিল যারা ফুল-ফলে নৈবেদ্য,
বর্ষা বসন্তে বেঁধেছিল নাগরিক সংলাপ,
যাদের মাঠেও প্রেমছিল, ছিল বিরহের রবিশস্য,
সব কোলাহল থেমে যায় সময়ের সংঘাতে,
ডাইনোসরের ফসিল দেখে আজ বলে দেই আমরা,
পৃথিবীতে বাস করেছিল মহাকায় প্রাণী,
তাদেরও কোলাহল ছিল,যেমন আছে আজ আমাদের।

Add to favorites
455 views