বলে দিলাম মিশু -
এইচ বি রিতা
Published on: ফেব্রুয়ারী 3, 2015
অবশেষে তার উড়ন্ত উড়না —
বিজলী বেগে কাছে আসা,
শত জনমের অপেক্ষাকেও শীতল করে দেয়!
এমন সাত জনম কাটিয়ে দিতে পারি
তাকে এক ঝলক দেখার প্রতিক্ষায়।
তার মিষ্টি সুভাস, গোলাপ রাঙা ঠোট
চোখের ভাষায় হাজার বছরের প্রেম।
তবে বলি শোন সবাই,
কানে কানে কিছু কথা,নাকে নাক মৃদু ছোঁয়া
আমার জনম জনমের স্বাদ পূর্ণ হওয়া
তার এক ঝলক দুষ্টু হাসি
পৃথিবী ছেড়ে জোয়ারে ভাসি
তার উড়ন্ত চিকুর বাঁকা দৃষ্টি
ভিতর কাঁপায় ভীষণ তুষ্টি
দুঃখ নদে ভীষণ জ্বালা,
জ্বালায় পুড়ে রুদ্রাক্ষের মালা
উড়ে আঁচল,উড়ে প্রাণ,ভীষণ প্রেমে হৃদয় কাঁদায়
এক জনম ভালবেসে তাকে হৃদয় পুড়ে ভীষণ ক্ষরায়
ভালবাসি ভালবাসি ভালবাসি,
দিবা রাতি, শত বছর, যুগ ধরে
তার কানে কানে বলি যত
মন তবু আমার কেঁদেই মরে।
প্রতিদিন তার প্রেমে পড়ি, সকাল, বিকেল, সন্ধ্যাসাঁঝে,
হৃদয় কাঁননে পুষ্প ফুটে, দেখি যত তাকে লুটাই অধীক প্রেমে
যৌবন ছেড়ে বৃদ্ধ কালে, কপালে যত বলিরেখা পড়ে
ভালবেসে যাবো যতন করে, সমর্পনে হৃদয় তার তরে
কথা দিলাম, আগলে রবো, সুখ-দু:খ শত কাজের ভিরে
এমনি করে ভাসবো ভালো আজ থেকে তিরিশটি বছর পরে
তাকে এক ঝলক দেখার ছলে হাজার বছর যাই থেমে
ভালবাসি হৃদয় খুঁড়ে; ভালবেসেই আমার মন পুড়ে
নতুন প্রেমে নতুন গানে, সাজিয়ে যাই নিত্য তারে
ভালবাসি বলে দিলাম মিশু; আমায় কখনো যেওনা ছেড়ে।

Add to favorites
2,748 views