সোনাবউ -
এইচ বি রিতা
Published on: মে 3, 2013
সোনা বউ,
বড় ভালবাসি তোকে
তোর মেঘরাঙ্গা ঠোটে আমার স্বপ্নের বাস্তবায়নে
তোর চোখের দুষ্টু চাহনীতে হারিয়ে যেতে ভালো লাগে
তোর ঠোটের কোনে বাঁকা হাসিটা ছুঁয়ে দেখতে ভালো লাগে।
সোনা বউ,
তোর নিটুল গালে টোল পড়া
ঘুমঘুম বিছানায় আড়মোরা
কোমরের ভাঁজে রুপোর বিছা
নানান ঢংগে চাবির গুছা
ছন্দে ছন্দে হেলেদুলে
এদিক ওদিক আমায় খোঁজা; বড় ভালো লাগে।
সোনাবউ,
চুপিচুপি কোলাহল ছেড়ে
সবার আড়ালে আলতো ছুঁলে
চিমকি কাটা-খুনসুটিতে
হ্নদয়ের পুরোটা দখল করে
তাকাস যখন আড়চোখে
আবেগ আমার উপচে পড়ে।
ও সোনাবউ,
লাল শাড়ী রেশ্মী চুরীতে তোকে বড় ভাল লাগে
ভোরের সোনালী আলোয় তোর ভেজা চুল আমার মুখে বড় ভাল লাগে।
সোনাবউ,
তোর হাতে দিনের প্রথম চা
মুখে তুলে যখন বলিস খা
মুখোমুখি গায়ে হাতটি রেখে
তাকাতেই বলিস এই যা!
ও সোনাবউ,
চুপিসারে বিদায় কালে চোখাচোখি তোর কথা; বড় ভাল লাগে।
সোনাবউ, তুই রেগে গেলে অদ্ভুত লাগে!
সোনাবউ,
গুমরা মুখে পাশ ফিরে
অভিমানে বালিশ জড়িয়ে
অপলক যখন দেখিস আমায়
মন কেড়ে নিস অবোধ মায়ায়।
ও সোনাবউ,
তোর চোখে আমার প্রতিক্ষা বড় বেশী ভাল লাগে
সারাবেলা তোরে জড়িয়ে থাকতে ভাল লাগে।
সোনাবউ,
রাগে কোমরে কাপর কেঁচে
ঝগড়া যখন করিস যেচে
দুঃখ পেলেই কাঁদিস আবার
মনটি তখন উঠে নেচে।
ও সোনাবউ,
রান্না ঘরে তরকারীর কাঠি হাতে তোর ব্যাস্ততা ভাল লাগে।
তোর সাথে এক বিছানা এলোমেলো করতে ভাল লাগে।
সোনাবউ,
রাতভর তোর চোখের পাতায়
ঘুম পাড়ানী যখন গুম হয়ে যায়
বুকের কাছে নিবিড় আলাপনে
কষ্ট-বিষাদ দৌড়ে পালায়।
ও সোনাবউ,
তোর লজ্জায় রাঙ্গা মুখটি বড় ভাল লাগে।
তোর কান্নায় বৃষ্টির মত ভিজে যেতে ভাল। লাগে।
সোনাবউ, বড় বেশী ভালবাসি তোকে
সোনাবউ, বড় আপন লাগে তোকে।

Add to favorites
3,570 views