সোনার নৌকা -
Tondra Tabassum
Published on: অক্টোবর 6, 2017
অামি স্বপ্ন দেখি সোনার নৌকায়
চড়ে তুমি অাসছ
বহুকাল বহুকাল ধরে
হয়নি কো দেখা
হয়নি কো কোনো কথা
কথাগুলো সব জমে জমে
হৃদয়ে শ্যাওলা পড়েছে
শ্যাওলাগুলোর যে বড় অভিমান
কেন অাসতে এত দেরি
মন যে অার সইতে চায় না
তোমার অপেক্ষা
দূর দূর পানে চেয়ে দেখি
“তুমি নেই” বল কবে অাসবে?
স্বপ্নেরা অামায় দেয় যে মিছে ধোঁকা
এই তো কাছেই তুমি
তোমার নৌকা ফিরেছে পাড়ে
জলগুলো সব ছুঁয়েছে তোমায়
তার ঢেউ গুলো যে অামার হৃদয়েরই স্পন্দন।
খুব কাছে এসেও যে কোথায় হারিয়ে গেলে
খুঁজতে গিয়ে দেখি এটি স্বপ্ন ছিল
অার যে সহে না ব্যথা অনাদিকালের হৃদয়ের উৎস হতে বলছি
খুব যে তোমায় প্রয়োজন
এবার তুমি সত্যিই এসো
সোনার নৌকায় চড়ে এসো।

Add to favorites
1,032 views