স্পষ্ট সংকেত বাই লিয়াকত হোসেন চৌধুরী -
কাব্য কবিতা
Published on: ডিসেম্বর 31, 2016
তোমাকে ভালবেসে রাতের কালো স্রোতের টানে
আমার হৃদয় থরথর কাঁপছে! আরও পুড়াতে যাও বুঝি?
আরও পুড়লে আকাশটাও কানায় কানায় পুড়বে,
পুড়বে নক্ষত্রেরা; রক্ষা নেই হেমন্তের সোনালি ফসলেরও।
নিষ্ঠুর গনগনে চুল্লিতে পুড়ে বেঁচে আছে আত্মহননের অজস্র কথা,
অমানবিক পৃথিবী শুনতে চায়নি, কুঠারের গা কতটুকু গেঁথে আছে এ বুকে।
রাতের পর রাত রাহুর অসহ্য সহবাসে মনটা চৌচির
গোঁয়ার আবেগ কুয়াশার পাখায় চেপে নেমে এসেছে মধ্যরাতের উর্বর বুকে;
তাই নিরুপায় আমি এসেছি, বিস্ফোরণের রক্তে সংক্রমিত করতে সমস্ত রাত।
অপার সৌন্দর্যের লোভে ভয়ঙ্কর হয়ে উঠছে শূণ্যতা,
ওরাও তোমাকে ভালবেসে জড়াতে চায়
কাঁঠালিচাঁপার অঙ্গে উড়ে আসা পতঙ্গের মত,
কবিতার শব্দে অমরতা চেয়ে পাহারা দেয় তোমাকে।
ওরাও তোমাকে নিয়ে গর্ববোধ করে, ঠিক আমারই মত।
দীপান্বিতা, তোমার এলোকেশের টানে উড়ে এসেছে রূপালি চাঁদ
দরজার ঝাঁপ খুলে দাড়িয়ে আছে মেঘনার জল;
জ্যোস্না যেমন নিঃশব্দে লুটিয়ে পড়ে তোমার পায়ের কাছে,আমিও যেতে চাই…
সীমানা পেরিয়ে তোমার বিছানার চাঁদরে, নগ্ন চাঁদের মত তোমাকেও পুড়াতে চাই ।
তুমি আছ বলে এ চোখে ঘুম আসেনা!
নির্বাসনে রাত অনিঃশেষ জেগে থাকে শিরায় ,
দীপান্বিতা,একদিন তোমার চোখের বালি চড়ায় সুখ হয়েই মরব।

Add to favorites
1,463 views