স্বপ্নগুলো হাওয়ায় ওড়ে -
মোঃ আওছাফুর রহমান
Published on: নভেম্বর 18, 2017
স্বপ্নগুলো হাওয়ায় ওড়ে
তুলার মত, গগণ তলে
ভুবন জুড়ে।
সর্পিনীরা ফণা তুলে
লকলকিয়ে গ্রাস করে
ধুম্রজালে।
আমি বসে সাগর তীরে
দৃষ্টি মেলে অসীমতায়
স্বপ্নগুলে ধরতে হবে
থরে থরে।
দেয় না ধরা যায় পালিয়ে
যায় হারিয়ে শুন্যতায়
ফণীরা সব জালের মত
কিলবিলিয়ে আসে ধেয়ে।
স্বপ্নগুলো হাওয়ায় ওড়ে
শুভ্র সাদা মেঘের মত
ছলা কলা যতই করি
আনব তারে নিজের করে।
যোদ্ধা আমি হিম্মত আছে
সর্পিণীদের কতল করে
ধরব আমি স্বপ্নগুলি
মায়ার জালে বিধঁব সাজেঁ।
স্বপ্নগুলো হাওয়ায় ওড়ে
উড়ব আমি তাদের সনে
ধরব তাদের ঐ দিগন্তে
ধীরে ধীরে।

Add to favorites
463 views