স্বপ্নের পরী -
Intikhab
Published on: ডিসেম্বর 22, 2016
স্বপ্নের পরী
– ইন্তিখাব আলম
স্বপ্নের পরী তুমি ভালবাসার কথা বলছ ,
সেটা তুমি আমাকে দাও নি কেন জানি না?
চাতক পাখি যেমন বর্ষার জলের দিকে তাকিয়ে থাকে , একটু জল পানের আসায় ,
আমি তাকিয়ে আছি তোমার সুন্দর – নীরব ভালবাসার পাওয়ার আসায় ।
বৃষ্টিহীন মরুভুমির ধূ ধু পান্তরে ,
তুমি মরুচিকার মত দাঁড়িয়ে আছো–।
আমি সেই মরুচিকার ভালবাসার পাবার জন্য হন্য হয়ে ছুটে যাচ্ছি ,
মরুচিকার কাছে যেতে না যেতে মরুচিকা কোথায় যেন হারিয়ে যাচ্ছে,
কিছু বুঝবা্র আগে , তুমি একটা অট্টহাসি দিয়ে ,আবার ছুটে পালিয়ে যাও ,
আবার স্বপ্নের অঘরে তোমাকে পাবার আসায় পিছু নিই ,
কি বোকা আমি তাইনা ?
কখনো মনে হয় -তুমি আমাকে বুঝতে চাও ,
কখনো আবার নীরস পোর ——-
আজ তুমি অজানা অচেনা পাহাড়ে শেষ সিমানায় দাঁড়িয়ে আছো ,
আর আমি সেই পাদদেশ থেকে বলছি তোমাকে ভালবাসি , সত্যিই বোকামি ।
পাদদেশে র নিছে দাঁঁড়িয়ে থাকা পর্বত আরোহী ,
তারা হয়ত ভাবছে , ছেলেটা উন্মাদ -পাগল ।
হা আমি উন্মাদ পাগল ,তোমাকে পাবার জন্য ,
শুধু ভালবাসার পাবার জন্য ।

Add to favorites
865 views